‘আপনজন’ প্রোগ্রামের মুল লক্ষ্য ও উদ্দেশ্য হল বিপদের সময়ে আপনার ও আপনার পরিবারের পাশে থাকা। আপনার অবর্তমানে পরিবারের অন্যান্য সদস্যরা যেন আপনার ব্যবসায়িক ধারা অব্যাহত রাখতে পারে তা সুনিশ্চিত করা এবং আপনার পরিবারের সাথেও রিমার্কের বন্ধন অক্ষুন্ন রাখতেই আমাদের এই প্রচেষ্টা।
‘আপনজন’ প্রোগ্রামের আওতায় আপনি পাবেন নিরবচ্ছিন্ন পণ্য সরবরাহ, ক্রেডিট সুবিধা, আপদকালীন সময়ে পারিবারিক সহায়তা এবং আরো অনেক সুযোগ সুবিধা। এই প্রোগ্রামের অন্তর্ভুক্ত কোন আপনজন যদি পরলোকগমন করেন, তাহলে আমাদের কাছ থেকে উক্ত আপনজন বিগত এক বছরে যত টাকার পণ্য ক্রয় করেছেন, তার সমপরিমাণ অর্থ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে*। শুধু তাই নয়, উক্ত আপনজনের সাথে চলমান বকেয়ার অর্থও মওকুফ করে দেয়া হবে*।
* শর্ত প্রযোজ্য
আপনার মত আপনজনকে নিয়েই রিমার্ক এইচবি লিমিটেড একটি পরিবার। রিমার্ক পরিবারের সাথে যুক্ত হওয়ায় আপনাকে জানাই অভিনন্দন।
আপনজনদের জন্য থাকছে:
● বাৎসরিক গ্র্যান্ড গালা অনুষ্ঠান ● বিদেশ ভ্রমণের সুযোগ ● বিশেষ ট্রেড অফারের সুবিধা
● বাকিতে পণ্য কেনার সুযোগ ● দোকানে ডিসপ্লের ব্যবস্থা ● মৃত্যুর পরেও আপনার পরিবারের পাশে থাকবে রিমার্ক
* শর্ত প্রযোজ্য
আপনজনের নমিনি সম্পর্কে:
(১) আপনজন তার পরিবারের দুজন ব্যক্তিকে নমিনি হিসেবে মনোনীত করতে পারবেন। আপনজনের মৃত্যুর ক্ষেত্রে প্রথম নমিনি সম্পূর্ণ আর্থিক সুবিধা পাবেন। যদি প্রথম নমিনি কোন কারণবশত না থাকেন, তবে দ্বিতীয় নমিনি সম্পূর্ণ আর্থিক সুবিধা পাবেন।
(২) ব্যবসায়ের ধরণ অনুযায়ী আর্থিক সুবিধার প্রাপ্যতার হার পরিবর্তন হতে পারে। বিস্তারিত পরবর্তী অংশের শর্তাবলি পরিচ্ছেদে উল্লেখ করা হয়েছে।
(৩) পার্টনারশিপ ব্যবসা সম্পর্কে: নিবন্ধন পত্রে উল্লিখিত অংশীদার যে কজন থাকবেন, তাদের সকলের অংশীদারিত্বের হার সমান বলে ধরে নেয়া হবে। কোন একজন বা ততোধিক অংশীদারের মৃত্যুর ক্ষেত্রে উক্ত অংশীদার বা অংশীদারবর্গের সম হার অনুযায়ী আর্থিক সহায়তা/ঋণ মওকুফ করা হবে।* শর্ত প্রযোজ্য
আপনজন যে ভাবে আর্থিক সুবিধা ভোগ করবেন:
● আপনজনের মৃত্যুকালীন সময় পর্যন্ত বিগত ১ বছরে কোম্পানিকে পরিশোধিত মোট টাকা, অনধিক ২ লক্ষ টাকা, পরিবারকে প্রদান করা হবে।
● মৃত্যু পূর্ববর্তী পূর্ণ ১২ মাস হিসেবপূর্বক আর্থিক সহায়তা প্রদান করা হবে।
আপনজন এর জন্য আমাদের ঋণ থেকে দায়মুক্তি:
● কোম্পানি হতে প্রাপ্ত চলমান বাকি (মৃত্যুকালীন সময় পর্যন্ত) টাকা মওকুফ করে দেওয়া হবে। অর্থাৎ, কোম্পানি হতে লব্ধ চলমান ঋণ হতে দায়মুক্ত করা হবে। এক্ষেত্রে, সর্বোচ্চ ১ লক্ষ টাকা মওকুফ করা হবে।
● আপনজনের পরলোকগমণের দিন ঋণের পরিমাণ বা পূর্ববর্তী মাসের শেষদিন পর্যন্ত অনাদায়ি বকেয়া — দু’টির মধ্যে যেটি কম সেটি ধার্য করে মওকুফ করা হবে। উভয় ক্ষেত্রেই ঋণ মওকুফের মোট আর্থিক পরিমাণ হবে অনধিক ১ লক্ষ টাকা।
* আর্থিক সহায়তা প্রদান বা ঋণ মওকুফ অথবা যে কোনো দাবি সংক্রান্ত বিষয়ে রিমার্কের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
১লা জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত সময়ের মধ্যে সর্বোচ্চ ক্রয়কারী আপনজনদের জন্য বিশেষভাবে থাকবে:
(১) সেরা ১০ জন আপনজনের জন্য সপরিবারে বিদেশ ভ্রমণের সুযোগ।
(২) পরবর্তী সেরা ৫০ জন আপনজনের জন্য বিদেশ ভ্রমণ এর সুযোগ।
(৩) পরবর্তী সেরা ২০০ জনকে জনপ্রিয় তারকাদের সাথে পাঁচ তারকা হোটেলে গ্র্যান্ড গালা ডিনার- এর ব্যবস্থা।
আপনজন হতে হলে যেসব নিয়মাবলি জানা প্রয়োজন:
১. রিমার্ক এইচবি লিমিটেড অনুমোদিত ব্যবসায়ীগণ ‘আপনজন’ প্রোগ্রামের আওতাভুক্ত হবেন।
২. মৃত্যুজনিত আর্থিক সুবিধা শুধুমাত্র স্টোর মালিকের পরিবারের জন্য প্রযোজ্য হবে। অংশীদারিত্ব ব্যবসায়ের ক্ষেত্রে, নিবন্ধন পত্রে উল্লিখিত অংশীদার যেকজন থাকবেন, তাদের সকলের অংশীদারিত্বের হার সমান বলে ধরে নেয়া হবে। কোন একজন বা ততোধিক অংশীদারের মৃত্যুর ক্ষেত্রে উক্ত অংশীদার বা অংশীদারবর্গের সম হার অনুযায়ী আর্থিক সহায়তা/ঋণ মওকুফ করা হবে।
৩. আপনজনের মৃত্যুর পূর্ববর্তী মাস হতে পূর্বের পূর্ণ ১২ মাসের সময়কাল হিসাব করা হবে। উদাহরণ যদি আপনজন জুন মাসের ৫ তারিখে মৃত্যুবরণ করেন, তবে বিগত বছরের ১লা আগস্ট থেকে মৃত্যু পূর্ববর্তী মাস, অর্থাৎ মে মাসের ৩০ তারিখ পর্যন্ত বিক্রয় তথ্যের ভিত্তিতে সকল সুযোগ—সুবিধা ধার্য করা হবে।
৪. শুধু ব্যবসা চলমান থাকাকালীন অবস্থায় আপনজনের মৃত্যু হয়ে থাকলেই কেবল আর্থিক সুবিধা বা ঋণ মওকুফের সুবিধা কার্যকর হবে। নিবন্ধিত ব্যক্তির মৃত্যুকালীন সময়ের পূর্বে যদি ব্যবসা বন্ধ হয়ে যায়, অথবা রিমার্ক এইচবি লিমিটেড—এর পণ্য ক্রয় স্থায়ীভাবে বন্ধ করে দেন, তাহলে নিবন্ধিত ব্যক্তি কোন ধরনের আর্থিক/অনার্থিক সুবিধার আওতায় পড়বে না।
৫. তথ্য যাচাইকরণের উদ্দেশ্যে রিমার্ক এইচবি আপনজনের মৃত্যু সনদ সংগ্রহ এবং তা যাচাই করার অধিকার সংরক্ষণ করে। কোম্পানি যেকোনো দাবি যাচাই করার জন্য যেকোনো স্বাধীন/তৃতীয় পক্ষ নিযুক্ত করতে পারে।
৬. ‘আপনজন’ প্রোগ্রামের অন্তর্ভুক্তির জন্য দোকানটি অবশ্যই একটি খুচরা বিক্রয়ের দোকান (রিটেইল দোকান) হতে হবে।
৭. চেইন শপ এর ক্ষেত্রে ‘আপনজন’ প্রোগ্রামটি প্রযোজ্য নয়।
৮. রিমার্ক এইচবি লিমিটেডের অটোমেটেড ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেম (DMS) অনুযায়ী বিগত ১ বছরের বিক্রয় তথ্য অনুযায়ী সকল সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সকল কম্পিউটারাইজড তথ্যের ভিত্তিতে সুবিধাসমূহ প্রদান করা হবে।
৯. ‘আপনজন’ প্রোগ্রাম সংক্রান্ত যে কোন বিষয়ে আপনজন এবং নমিনি/নমিনিদ্বয়ের যে মোবাইল নম্বর নিবন্ধন পত্রে উল্লেখ করা হয়েছে, শুধু সে নম্বরে যোগাযোগ করা হবে। ভবিষ্যতে যে কোন মোবাইল নম্বর পরিবর্তন হয়ে থাকলে অনতিবিলম্বে তা রিমার্ক এইচবি লিমিটেড—এর কেয়ার লাইন (০৯৬৭৮ ০৭১ ০৭১) নম্বরে সরাসরি যোগাযোগের মাধ্যমে পরিবর্তন/পরিবর্ধন করে নিতে হবে।
১০. নমিনি ১৮ বছর বা তদূর্ধ্ব হয়ে থাকলে অবশ্যই তার জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করতে হবে। নমিনি যদি অনূর্ধ্ব ১৮ বছর হয়ে থাকে, তবে সেক্ষেত্রে তার জন্ম নিবন্ধন সনদ প্রদান করতে হবে।
১১. এই নিবন্ধন বুকলেটটি সযত্নে অবশ্যই আপনজনের নিকট সংরক্ষণ করে রাখতে হবে।
১২. আর্থিক সহায়তা প্রদান বা ঋণ মওকুফ অথবা যে কোন দাবি সংক্রান্ত বিষয়ে রিমার্ক এইচবি লিমিটেডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
১৩. রিমার্ক এইচবি লিমিটেড যে কোন সময় কোন পূর্ব ঘোষণা বা নোটিশ ছাড়াই এই নীতিমালা সংযোজন, পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন, স্থগিত কিংবা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।